১) তাড়াহুড়ো করে ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করবেন না। শান্তভাবে প্রবেশ করুন এবং প্রবেশের পূর্বে অবশ্যই অনুমতি নিবেন।
২) বিনা অনুমতিতে চেয়ারে বসে পড়বেন না, যদি বসতে না বলে তবে আপনি নিজে থেকেই বসার অনুমতি চেয়ে নিতে পারেন। তাছাড়া বসার চেয়ের টেনে কোন প্রকার শব্দ করবেন না, নির্দিষ্ট স্থানে রাখা চেয়ারে বসে পড়ুন।
৩) সামনের টেবিলে হাত বা কনুই রেখে বসবেন না। তাছাড়া গালে বা হোতনায় হাত রাখবেন না। যতটা সম্ভব সোজা হয়ে বসুন। পায়ের উপর পা দিয়ে বসবেন না।
৪) প্রশ্ন ভালভাবে শোনার পর উত্তর দিন। প্রশ্ন শেষ করার আগেই উত্তর দিতে যাবেন না।
৫) উত্তর জানা না থাকলে চুপ করে থাকবেন না, উত্তরটা আপনার জানা নেই সেটাও জানিয়ে দিতে হবে।
৬) যতটা সম্ভব পজিটিভ উওর দেয়ার চেষ্টা করুন। অহেতুক হাসি তামাশা করবেন না, হাসির প্রসঙ্গ চলে আসলেও যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করুন।
৭) আমি কি চাকরিটা পাচ্ছি কিংবা আমার কি চাকরিটা হচ্ছে এরকম প্রশ্ন করে বসবেন না।
৮) ইন্টারভিউ শেষে সালাম জানিয়ে বের হয়ে চলে আসুন।