BSCCL Job Circular : ডাক ও টেলিযােগাযােগ বিভাগের আওতাধীন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এর নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়ােগের উদ্দেশ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়প্রতিষ্ঠান হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স/সিএসই/কম্পিউটার টেলিকমিউনিকেশন্স)। কর্মস্থল: ঢাকা/কক্সবাজার/কুয়াকাটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩.৫ (ও’ লেল এবং এলেভেলের ক্ষেত্রে ৩.০) এবং স্াতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ২,৭৫ (৪.০এর স্কেলে) এর নীচে জিপিএ/সিজিপিএ গ্রহণযােগ্য হবে না। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: ৫৫,৭০০ টাকা।
পদের নাম: সহকারী নিরাপত্তা
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে স্নাতক সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বৎসরের চাকরি অভিজ্ঞতা। শারীরিকভাবে সুঠাম ও সক্ষমতাসম্পন্ন। (উচ্চতা: কমপক্ষে ৫’-৬”, ওজন: উচ্চতা অনুযায়ী প্রমাণ ওজন) ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেম সম্পর্কিত অভিজ্ঞতা আবশ্যক। Ae Army/Navy/Air force T Srentet জেসিও/এনসিও/সমমান) অগ্রগণ্য।
বেতন: ৫৫,৭০০ টাকা।
পদের নাম: উপ-সহকারী ব্যবস্থাপক (প্রেকৌশল)
পদ সংখ্যা: ৬ বছর।
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স/সিএসই/টেলিকমিউনিকেশন্স সিভিল) সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বৎসরের চাকরি অভিজ্ঞতা। মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩.০ (ও’ লেভেল এবং ‘এ
লেভেলের ক্ষেত্রে ২.৫)/ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং (প্রযােজ্য ক্ষেত্রে) পরীক্ষায় ২.৭৫ এবং ম্নাতক। স্নাতকোত্তর পরীক্ষায় ২.৫০ (৪.০ এর স্কেলে) এর নীচে জিপিএ/সিজ
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bsccl.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের Apply link এ সরাসরী আবেদনের লিংক দেওয়া আছে।