ক. ব্যবসায়িক অংশীদার নির্বাচনের মানদন্ড সমূহঃ
১. উক্ত প্রতিষ্ঠানের বৈধ ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় সকল ব্যবসায়িক বৈধ লাইসেন্স থাকতে হবে।
২. ব্যবসায়িক প্রোফাইল যাচাই করতে হবে।
৩. মানসম্মত পণ্য উৎপাদন ও আমদানী/রপ্তানী করার সুনাম থাকতে হবে।
৪. কাজের ধরন একই অথবা নির্ধারিত কাজের ধরনের সাথে সংগতিপূর্ণ থাকতে হবে।
৫. তাদের আর্থিক অবস্থা যাচাই করতে হবে।
৬. কাজ করার জন্য অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হতে হবে।
৭. প্রস্তাবিত/চুক্তিকৃত ব্যবসা সম্পন্ন করার ক্ষমতা মূল্যায়ন করতে হবে।
৮. কর্মচারী নিয়োগের পূর্বে মানদন্ড অনুসরণ করতে হবে।
৯. সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা থাকতে হবে এবং প্রয়োজনীয় কর্মীদের নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করতে হবে।
১০. উক্ত প্রতিষ্ঠানে কোন প্রকার মানি লন্ডারিং, সন্ত্রাসবাদে অর্থায়নের মত কর্মকান্ডের সাথে তারা জড়িত আছে কি না সেটা যাচাই করতে হবে।
১১. সকল প্রকার ডকুমেন্টস যথাযথভাবে মেইনটেইন করতে হবে।
১২. নির্ধারিত সময়ে মানসম্পন্ন পণ্য উৎপাদন ওসরবরাহ করতে হবে।
১৩. যে ভেন্ডর কাজের জন্য মনোনীত হবে সে ভেন্ডরের আচরণবিধি আপডেট মানতে অবশ্যই রাজি থাকতে হবে।
১৪. স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা ভেন্ডরের আচরণবিধির সাথে সংগতিপূর্ণ হতে হবে।
১৫. ব্যবস্থাপনা কমিটির সদস্যদের স্থানীয় আইন এবং বেতন অবকাঠামো সম্পর্কে যথেষ্ট অবহিত থাকতে হবে।
১৬. সাপ্লায়ার, ফ্যাক্টরী রিপ্রেজেন্টেটিভ কর্তৃক আচরণবিধি অনুযাযী অডিট করতে রাজি থাকবেন। যা প্রতি বছরে কমপক্ষে এক (০১) বার অডিট পরিচালনা করবেন।
১৭. বার্ষিক নিরাপত্তা সম্পর্কিত ঝুকি মূল্যায়ন/নিরুপন করতে হবে এবং সেখানে ঝুকির কারণে অপারেশনের উপর কি কি সম্ভাব্য প্রভাব পড়তে পারে সেটা নির্ণয় করতে হবে। সেই ঝুকি মূল্যায়ন/নিরুপন শেয়ার করতে হবে।
১৮. সাপ্লায়ার ফ্যাক্টরী রিপ্রেজেন্টেটিভ কর্তৃক প্রদানকৃত ক্যাপ রিপোর্ট আপডেট করার জন্য রাজি থাকতে হবে।
১৯. ব্যবসায়িক অংশীদারদেরকে তাদের নির্বাচনের নীতিমালা ও পদ্ধতি লিখিত বা মৌখিকভাবে জানাতে হবে।
২০. সাপ্লায়ার কারখানা সমূহের কোন অভিযোগ, অনুযোগ, পরামর্শ বা যে কোন প্রকার প্রয়োজন থাকলে তা
কারখানার ই-মেইল, হট লাইন নাম্বার বা কমিউনিটি অভিযোগ বক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
২১. প্রতি বছর রিস্ক এ্যাসেসমেন্ট শেয়ার করতে হবে এবং সিটিপ্যাট প্রশ্নাবলীর জবাব প্রদান করতে হবে।
খ. ব্যবসায়িক অংশীদার বাতিলের মানদন্ডঃ
১. উপরে উল্লেখিত শর্তাবলী পরিপূর্ণ না হলে অথবা ফ্যাক্টরী কর্তৃক শর্তাবলী অমান্য করলে সাপ্লায়ার ফ্যাক্টরী যে কোন সময় ব্যাবসায়িক সম্পর্ক ছিন্ন করতে পারবে।