পরিদর্শকদের জন্য নীতিমালা
For Visiting Policy
পরিদর্শকদেরদের জন্য নিরাপত্তা বিভাগের করণীয়ঃ
বিভিন্ন সময় বায়ার অফিস থেকে পরিদর্শক, বায়ার অডিট থেকে পরিদর্শক এবং বহিরাগত পরিদর্শনকারি কারখানায় প্রবেশ করে থাকে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তির সাথে দেখা করার জন্য এবং অডিট করার জন্য। _____________________ কর্তৃপক্ষ কারখানায় আগত কোন পরিদর্শকদের দ্বারা যাতে প্রতিষ্ঠানের কোন ক্ষতিগ্রস্ত না হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখে। কভিড-১৯ করোনা ভাইরাস এর জন্য কিছু নিয়ম কানুন নতুন করে সংযোজন করা হয়েছে যা নিম্নরুপঃ
____________________ কর্তৃপক্ষ পরিদর্শকদের জন্য নিন্মোক্ত নীতিমালা মানিয়া চলিবেঃ
# কারখানার গেইট দিয়ে প্রবেশের সময় সকল ভিজিটরের তাপমাত্রা চেক করার ব্যবস্থা করা হয়।
# যদি কোন ভিজিটরের শরীরে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা পাওয়া যায় তাহলে ঐ ভিজিটরকে কারকানায় প্রবেশ করতে দেওয়া হয় না।
# হাত ও পা জীবানুমুক্ত করার পর ফ্যাক্টরীতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
# কোন পরিদর্শক কারখানায় প্রবেশকালে প্রবেশদ্বারে তাকে নিরাপত্তা কর্মীদের কাছে পরিচয় প্রদান করতে হবে এবং কাঙ্খিত ব্যক্তির নাম ও আগমনের কারণ জানাতে হবে।
# পরিদর্শক যার কাছে এসেছেন নিরাপত্তা কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করে পরিদর্শকের পরিচয় ও আগমনের কারণ সম্পর্কে নিশ্চিত হবেন এবং পরিদর্শকের কাছে পরিচয়পত্র দেখতে চাইবেন।
# পরিদর্শক তার পরিচয়পত্র প্রদর্শন করবেন, যদি পরিচয়পত্র না থাকে তবে ব্যবসায়িক কার্ড বা অন্য কোন উপায়ে তার পরিচিতি নিশ্চিত করবেন।
# এরপর নিরাপত্তা কর্মকর্তা পরিদর্শকদের দেহ ও ব্যাগ মেটাল ডিটেক্টর মেশিন দ্বারা তল্লাশী করার পর নির্ধারিত রেজিষ্টারে তার সমস্ত বিবরণ (নাম, ঠিকানা, আগমনের সময়, আগমনের কারণ) লিপিবদ্ধ করার পর “ভিজিটর পাস” প্রদান পূর্বক পরিদর্শককে কারখানার ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
# পরিদর্শক যার নিকট এসেছেন তার নিকট যাওয়া পর্যন্ত একজন নিরাপত্তা কর্মী অবশ্যই তার সাথে অবস্থান করবেন।
# পরিদর্শকগণ শুধুমাত্র অফিস কক্ষগুলোতেই প্রবেশাধীকার সংরক্ষণ করবেন। যদি কখনো কোন পরিদর্শকের অফিস কক্ষ ব্যতীত অন্যত্র কোথাও প্রবেশের প্রয়োজনীয়তা দেখা দেয়, তবে তার সাখে একজন দায়ীত্বশীল কর্মকর্তা অথবা নিরাপত্তা প্রহরী অবস্থান করবেন।
# পরিদর্শক পরিদর্শন শেষে কারখানা ত্যাগ করার পূর্বে তার নিকট থেকে “ভিজিটর পাস” টি সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত রেজিষ্টারে কারখানা ত্যাগের সময় উলেখ করতে হবে।
# যদি কোন দর্শনার্থী এই নীতিমালা মানতে অনাগ্রহী না হন তবে কর্তৃপক্ষ তাকে কারখানায় প্রবেশের অনুমতি দিতে বাধ্য নন।