........................................... এর কর্তৃপক্ষ বিশ্বাস করে যে, শ্রমিক ও কর্মচারীদের ফ্যাক্টরী ছেড়ে চলে যাওয়া বা শ্রম ঘূর্ণায়মানতা, কর্মক্ষেত্রে অনুপস্থিতি বাংলাদেশের প্রত্যেকটি পোষাক শিল্প প্রতিষ্ঠানের জন্য একটি অন্যতম ক্ষতিকর বিষয়। ফ্যাক্টরীতে শ্রমিক-কর্মচারীদের দেরীতে আগমন, অনুপস্থিতি এবং কারখানা ত্যাগ করার হার কমানোর জন্য সংশ্লিষ্ঠ শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ বোনাস সুবিধা হিসেবে প্রতিমাসে কোম্পানী উচ্চ মানের হাজিরা বোনাস নিশ্চিত করেছে।
১। পূর্ব থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরর অনুমতি ব্যতিত ফ্যাক্টরীতে দেরীতে প্রবেশ করা যাবে না।
২। সংশ্লিষ্ঠ সকল শ্রমিক-কর্মচারীদের কর্মঘন্টা নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্যাক্টরীতে হাজিরা নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত কোম্পাণীর নিয়ম ও দেশীয় আইন মোতাবেক কাজ করতে হবে।
(নোটঃ নির্ধারিত সময় বলতে সকাল ০৮ঃ০০ ঘটিকা হইতে বিকাল ০৫ঃ০০ ঘটিকা পর্যন্ত এবং নির্ধারিত কর্ম দিবস বলতে শনিবার হইতে বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবার সাপ্তাহিক বন্ধ এবং শিফটিং ডিউটির ক্ষেত্রে প্রতিটি শ্রমিকের নির্দিষ্ট শিফটের সময় অনুযায়ী এবং তাদের জন্য নির্ধারিত সাপ্তাহিক ছুটির দিন অনুযায়ী গণ্য হবে)
৩। অননুমোদিত দেরীতে আগমন এবং অনুপস্থিতি হাজিরা বোনাস পাওয়ার ক্ষেত্রে গ্রহণ যোগ্য হবেনা।
৪। যে কোন ব্যক্তিগত জরুরী প্রয়োজনে গেট পাশ এর মাধ্যমে ফ্যাক্টরী থেকে বাহিরে বের হওয়া যাবে।
৫। দেরীতে ফ্যাক্টরীতে প্রবেশ করার পরও উক্ত শ্রমিক/কর্মচারীকে ফিঙ্গার পাঞ্চ করতে হবে। ফিঙ্গার পাঞ্চ সকলের জন্য বাধ্যতামুলক।
৬। অভ্যাসগত ভাবে দেরীতে উপস্থিত হওয়া ব্যক্তিকে এইচ আর বিভাগে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।