ভূমিকাঃ ______________________- কর্তৃপক্ষ সব সময় শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কারখানার কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই ____________________ - কর্তৃপক্ষ সেইফটি বক্স এবং পরামর্শ বক্স খোলার নীতিমালা প্রনোয়ণের সিদ্ধান্ত গ্রহন করেছে।
উদ্দেশ্যঃ ____________________-এর জন্য একটি সুপরিকল্পিত বাস্তব সম্মত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি লক্ষ্যকে সামনে রেখে নিম্নবর্ণিত বিষয়গুলির আলোকে স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি প্রণয়নের ব্যবস্থা করা হয়।
ফ্যাক্টরীর অভ্যন্তরে এবং প্রতিটি বিভাগ স্বাস্থ্য-সম্মত কর্ম পরিবেশ তৈরি করা;
ফ্যাক্টরীর অভ্যন্তরে এবং প্রতিটি বিভাগ তার সন্নিহিত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা;
ফ্যাক্টরীতে কর্মরত প্রতিটি শ্রমিক-কর্মচারীকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা;
স্বাস্থ্য সম্পর্কিত নীতিমালা মোতাবেক সকল শ্রমিক কর্মচারীর জন্য হাসপাতাল, ডাক্তার ও প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা;
ফ্যাক্টরী ও কর্মরত সকল স্তরের শ্রমিক কর্মচারীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা;
অনাকাঙ্খিত বৈদ্যুতিক বা অগ্নি দূর্ঘটনা রোধে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান ও নিয়মিত অনুশীলন ব্যবস্থা চালু রাখা।
লক্ষ্যঃ যেকোন দূর্ঘটনা হতে প্রতিষ্ঠানের সকল কর্মচারীকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান এবং কর্মস্থলে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলাই ______________________- কর্তৃপক্ষের মূল লক্ষ্য।
অঙ্গীকারঃ _________________________-এ দূর্ঘটনামুক্ত একটি কর্ম পরিবেশ প্রদানে সর্বাত্মক প্রচেষ্টা সুস্থ ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা বিধান করাই এই নীতির লক্ষ্য। সময় অব্যাহত রাখবে। এছাড়া যেকোন ধরনের অনাকাঙ্খিত দূর্ঘটনা মোকাবেলায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণেও এই প্রতিষ্ঠান অঙ্গীকারাবদ্ধ।
সেইফটি বক্স খোলার নিয়মঃ কারখানায় কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে এবং সেইফটি বিষয়ক পরামর্শ দেওয়ার জন্যে কারখানার নিচ তলার দুই সিরিতে দুইটি সেইফটি বক্স স্থাপন করা আছে যেখানে কর্মীরা কারখানার উন্নয়ন কল্পে বা ফ্লোরের স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে সেইফটি বিষয়ক পরামর্শ দিতে পারেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতি সপ্তাহের রবিবার কল্যাণ কর্মকর্তা ও একজন সেইফটি কমিটির সদস্য বক্স খুলবে যদি কোন পরামর্শ পাওয়া যায় তাহলে তা প্রশাসন, মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগীয় প্রধান এন নিকট প্রেরন করবে এবং তিনি পরামর্শ গুলি পর্যবেক্ষণ করে কার্যকরি ব্যবস্থা গ্রহন করবেন।
পরামর্শ বক্স খোলার নিয়মঃ কারখানার উন্নয়ন কল্পে কর্তৃপক্ষ বদ্ধপরিকর তাই কারখানার উন্নয়ন প্রকল্পে _____________________- কর্তৃপক্ষ কারখানর গেইট এর বাইরে একটি পরামর্শ বক্স স্থাপন করেছে যেখানে কারখানার বাইরে থেকেও যে কেউ পরামর্শ প্রদান করতে পারবে এবং যদি কারখানার কর্মীরা চাহেন তারাও পরামর্শ প্রদান করতে পারবে, উক্ত বক্সটি প্রতি সপ্তাহের রবিবার কল্যাণ কর্মকর্তা ও প্রসাশন বিভাগের একজন কর্মকর্তা খুলবে যদি কোন পরামর্শ পাওয়া যায় তাহলে তা প্রশাসন, মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগীয় প্রধান এন নিকট প্রেরন করবে এবং তিনি পরামর্শ গুলি পর্যবেক্ষণ করে কার্যকরি ব্যবস্থা গ্রহন করবেন।