তারিখঃ ..................................ইং
বরাবর,
পরিচালক,
রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নস্ এর কার্যালয়
৪, রাজউক এভিনিউ,
শ্রম ভবন (৯ম তলা),
ঢাকা-১০০০।
বিষয়ঃ “অংশগ্রহণকারী কমিটি-২০১৮” গঠনের তারিখ নির্ধারণ, নির্বাচন পরিচালন কমিটি ও আপনার প্রতিনিধি উপস্থিতি প্রসঙ্গে।
জনাব,
বিনিত নিবেদন এই যে, আমাদের ১০০% রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠান কোম্পানির নাম, জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা-তে অবস্থিত। উক্ত প্রতিষ্ঠানে বর্তমান “অংশগ্রহণকারী কমিটি’র (২০১৬ইং সালে অনুষ্ঠিতব্য) মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) এর ধারা-২০৫(১) ও শ্রম বিধি-১৮৩ মোতাবেক কারখানায় কর্মরত শ্রমিক এবং মালিক সকলেরই অঙ্গীভ‚ত হওয়ার ভাব প্রোথিত ও প্রসার করা, প্রতিষ্ঠানের প্রতি শ্রমিকগণের অঙ্গীকার ও দায়িত্ববোধ জাগ্রত করা, শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা বৃদ্ধির প্রচেষ্টা চলানো, শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং কাজের অবস্থার উন্নতি বিধান ও সংরক্ষণের ব্যবস্থা করার লক্ষ্যে শ্রমিকদের গোপন ভোটের মাধ্যমে আগামী ২৫/০৯/২০১৮ইং তারিখে “অংশগ্রহণকারী কমিটি” নির্বাচনের দিন ধার্য করিয়াছেন এবং এতদুদ্দেশ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন।
“অংশগ্রহণকারী কমিটি”র নির্বাচনের তারিখ নির্ধারণ, নির্বাচন পরিচালনা কমিটি’র সদস্যদের নামের তালিকা উপস্থাপন ও নির্বাচনের দিন আপনার অথবা আপনার মনোনীত প্রতিনিধির উপস্থিতি একান্ত কাম্য। যথা সময়ে “অংশগ্রহণকারী কমিটি” গঠনের পর প্রথম সভার কার্য বিবরণী নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নিকট প্রেরণ করা হইবে।
অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করিতেছি।
আপনার বিশ্বস্ত-
.......................................................
মহাব্যাবস্থাপক (প্রশাসন, মানব সম্পদ ও কমপ্লায়েন্স)
সংযুক্তিঃ
০১) “অংশগ্রহণকারী কমিটি” নির্বাচনের নোটিশ;
০২) অংশগ্রহণকারী কমিটি “নির্বাচন পরিচালনা কমিটি” সদস্যদের নামের তালিকা;
০৩) অংশগ্রহণকারী কমিটি নির্বাচনের তফসিল।
তারিখঃ ১২/০৮/২০১৮ইং
বরাবর,
সভাপতি,
বিজিএমইএ,
২৩/১, পান্থপথ লিংকরোড,
কাওরান বাজার, ঢাকা।
বিষয়ঃ “অংশগ্রহণকারী কমিটি-২০১৮” গঠনের তারিখ নির্ধারণ, নির্বাচন পরিচালন কমিটি ও আপনার প্রতিনিধি উপস্থিতি প্রসঙ্গে।
জনাব,
বিনিত নিবেদন এই যে, আমাদের ১০০% রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠান কোম্পানির নাম, আশুলিয়া, সাভার, ঢাকা-তে অবস্থিত। উক্ত প্রতিষ্ঠানে বর্তমান “অংশগ্রহণকারী কমিটি’র (২০১৬ইং সালে অনুষ্ঠিতব্য) মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) এর ধারা-২০৫(১) ও শ্রম বিধি-১৮৩ মোতাবেক কারখানায় কর্মরত শ্রমিক এবং মালিক সকলেরই অঙ্গীভ‚ত হওয়ার ভাব প্রোথিত ও প্রসার করা, প্রতিষ্ঠানের প্রতি শ্রমিকগণের অঙ্গীকার ও দায়িত্ববোধ জাগ্রত করা, শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা বৃদ্ধির প্রচেষ্টা চলানো, শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং কাজের অবস্থার উন্নতি বিধান ও সংরক্ষণের ব্যবস্থা করার লক্ষ্যে শ্রমিকদের গোপন ভোটের মাধ্যমে আগামী ২৫/০৯/২০১৮ইং তারিখে “অংশগ্রহণকারী কমিটি” নির্বাচনের দিন ধার্য করিয়াছেন এবং এতদুদ্দেশ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন।
“অংশগ্রহণকারী কমিটি”র নির্বাচনের তারিখ নির্ধারণ, নির্বাচন পরিচালনা কমিটি’র সদস্যদের নামের তালিকা উপস্থাপন ও নির্বাচনের দিন আপনার অথবা আপনার মনোনীত প্রতিনিধির উপস্থিতি একান্ত কাম্য। যথা সময়ে “অংশগ্রহণকারী কমিটি” গঠনের পর প্রথম সভার কার্য বিবরণী নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নিকট প্রেরণ করা হইবে।
অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করিতেছি।
আপনার বিশ্বস্ত-
........................................................................
সহঃ মহাব্যাবস্থাপক (প্রশাসন, মানব সম্পদ ও কমপ্লায়েন্স)
সংযুক্তিঃ
০১) “অংশগ্রহণকারী কমিটি” নির্বাচনের নোটিশ;
০২) অংশগ্রহণকারী কমিটি “নির্বাচন পরিচালনা কমিটি” সদস্যদের নামের তালিকা;
০৩) অংশগ্রহণকারী কমিটি নির্বাচনের তফসিল।