তারিখঃ ...............................ইং
নোটিশ
এতদ্বারা কোম্পানির নাম--এ কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) এর ধারা-২০৫(১) ও শ্রম বিধি-১৮৩ মোতাবেক কারখানায় কর্মরত শ্রমিক এবং মালিক সকলেরই অঙ্গীভ‚ত হওয়ার ভাব প্রোথিত ও প্রসার করা, প্রতিষ্ঠানের প্রতি শ্রমিকগণের অঙ্গীকার ও দায়িত্ববোধ জাগ্রত করা, শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা বৃদ্ধির প্রচেষ্টা চলানো, শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করা, শৃঙ্খলাবোধে উৎসাহিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং কাজের অবস্থার উন্নতি বিধান ও সংরক্ষণের ব্যবস্থা করার লক্ষ্যে শ্রমিকদের গোপন ভোটের মাধ্যমে আগামী ...................ইং তারিখে “অংশগ্রহণকারী কমিটি” গঠনের উদ্যোগ গ্রহণ করিয়াছেন। প্রতিষ্ঠানের সকল বিভাগী/শাখা থেকে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাইতেছে।
অতএব, প্রতিষ্ঠানের সকল বিভাগ/শাখা থেকে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের নোটিশ প্রাপ্তির পর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে-
...........................................................
সদস্য সচিব (নির্বাচন পরিচালনা কমিটি)
অনুলিপিঃ
০১) ব্যবস্থাপনা পরিচালনক-সদয় অবগতির জন্য;
০২) সকল বিভাগীয় প্রধান;
০৩) নোটিশ বোর্ড;
০৪) অফিস কপি।