তারিখঃ _ _ _ _ _ _ _ইং
বিষয়ঃ বিভাগ/শাখা অনুযায়ী “অংশগ্রহণকারী কমিটি”র আসন সংখ্যা বিন্যাস প্রসঙ্গে।
(কোম্পানীর নাম)-এর সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে পারষ্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা বৃদ্ধির প্রচেষ্টা চালানোর লক্ষ্যে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যবধি সংশোধিত) অনুসারে সংশ্লিষ্ট বিভাগ থেকে নিম্নলিখিত হারে মালিক ও শ্রমিক পক্ষের সদস্য সংখ্যা নির্ধারণ করা হল এবং অত্র নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) এর ধারা-২০৫(১) ও শ্রম বিধি-১৮৩ মোতাবেক নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী অংশগ্রহণকারী কমিটি গঠিত হবে।
(কোম্পানীর নাম) -এর শ্রমিক পক্ষে নিম্নলিখিত নির্বাচনী বিভাগ হতে নিম্ন সংখ্যক সদস্য পরবর্তী অংশগ্রহণকারী কমিটির জন্য নির্ধারণ করা হল।
অংশগ্রহণকারী কমিটির মালিক পক্ষের সদস্য আসন বিন্যাস
ক্রঃ নং | নির্বাচনী বিভাগ | আসন সংখ্যা (জন) | মন্তব্য |
অংশগ্রহণকারী কমিটির শ্রমিক পক্ষের সদস্য আসন বিন্যাস
ক্রঃ নং | নির্বাচনী বিভাগ | আসন সংখ্যা (জন) | মন্তব্য |
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) অনুসারে অংশগ্রহণকারী কমিটি গঠনের জন্য উপরোক্তভাবে শ্রমিক পক্ষের সদস্য ও মালিক পক্ষের সদস্য সংখ্যা সমান হবে এবং শ্রমিক প্রতিনিধি নির্বাচনে প্রতিষ্ঠানের সকল অংশের শ্রমিকদের বিধি নিষেধ সাপেক্ষে প্রার্থী হওয়ার সুযোগ সম্প্রাসারণ ও ভোট প্রদানের অধিকার সংরক্ষণ করে পরবর্তী অংশগ্রহণকারী কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করা হল।
অতএব, অংশগ্রহণকারী কমিটি গঠনে সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে-
নামঃ
সদস্য সচিব (নির্বাচন পরিচালনা কমিটি)
অনুলিপিঃ
০১) ব্যবস্থাপনা পরিচালক-সদয় অবগতির জন্য;
০২) শ্রম পরিচালক-প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য;
০৩) নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ;
০৪) অফিস কপি;
০৫) নোটিশ বোর্ড।