তারিখঃ ...........................ইং
নোটিশ
বিষয়ঃ বিভাগ/শাখা অনুযায়ী অংশগ্রহণকারী কমিটির আসন সংখ্যা বিন্যাস প্রসঙ্গে।
....................................-এর সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে পারষ্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা বৃদ্ধির প্রচেষ্টা চালানোর লক্ষ্যে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যবধি সংশোধিত) অনুসারে সংশ্লিষ্ট বিভাগ থেকে নি¤œলিখিত হারে মালিক ও শ্রমিক পক্ষের সদস্য সংখ্যা নির্ধারণ করা হল এবং অত্র নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) এর ধারা-২০৫(১) ও শ্রম বিধি-১৮৩ মোতাবেক নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী অংশগ্রহণকারী কমিটি গঠিত হবে।
................................. -এর শ্রমিক পক্ষে নি¤œলিখিত নির্বাচনী বিভাগ হতে নি¤œ সংখ্যক সদস্য পরবর্তী অংশগ্রহণকারী কমিটির জন্য নির্ধারণ করা হল।
অংশগ্রহণকারী কমিটির মালিক পক্ষের সদস্য আসন বিন্যাস
ক্রঃ নং নির্বাচনী বিভাগ আসন সংখ্যা (জন) মন্তব্য
০১ প্রশাসন বিভাগ ০২ প্রশাসন বিভাগ ছোট হওয়ায় আনুপাতিক হারে সদস্য ০২ জন নির্ধারণ করা হল।
০২ মানব সম্পদ বিভাগ ০২ মানব সম্পদ বিভাগ ছোট হওয়ায় আনুপাতিক হারে সদস্য ০২ জন নির্ধারণ করা হল।
০৩ জ্যাকার্ড (১ এবং ২) ০২ জ্যাকার্ড (১ এবং ২) বিভাগ থেকে আনুপাতিক হারে সদস্য ০২ জন নির্ধারণ করা হল।
০৪ এসেম্বলি ০১ এসেম্বলি বিভাগ থেকে আনুপাতিক হারে সদস্য ০১ জন নির্ধারণ করা হল।
০৫ ফিনিশিং ০১ ফিনিশিং বিভাগ থেকে আনুপাতিক হারে সদস্য ০১ জন নির্ধারণ করা হল।
০৬ এমব্রয়ডারী ০১ এমব্রয়ডারী বিভাগ থেকে আনুপাতিক হারে সদস্য ০১ জন নির্ধারণ করা হল।
অংশগ্রহণকারী কমিটির শ্রমিক পক্ষের সদস্য আসন বিন্যাস
ক্রঃ নং নির্বাচনী বিভাগ আসন সংখ্যা (জন) মন্তব্য
০১ জ্যাকার্ড ০২ জ্যাকার্ড বিভাগ থেকে আনুপাতিক হারে ২ জন সদস্য (পুরুষ-০১ জন ও মহিলা-১) মোট ২ জন নির্ধারণ করা হল।
০২ ফিনিশিং ০৩ ফিনিশিং বিভাগ থেকে আনুপাতিক হারে (পুরুষ-০১ জন ও মহিলা-২) মোট ৩ জন নির্ধারণ করা হল।
০৩ এসেম্বলি ০৩ এসেম্বলি বিভাগ থেকে আনুপাতিক হারে (পুরুষ-০১ জন ও মহিলা-২) মোট ৩ জন নির্ধারণ করা হল।
০৪ অন্যান্য (ক্লিনার/ লোডার/এমব্রয়ডারী/ হ্যাঙ্কস এবং সফট্ ০১ অন্যান্য (ক্লিনার/ লোডার/এমব্রয়ডারী/হ্যাঙ্কস এবং সফট্) বিভাগ থেকে আনুপাতিক হারে পুরুষ সদস্য ০১ জন নির্ধারণ করা হল।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) অনুসারে অংশগ্রহণকারী কমিটি গঠনের জন্য উপরোক্তভাবে শ্রমিক পক্ষের সদস্য ও মালিক পক্ষের সদস্য সংখ্যা সমান হবে এবং শ্রমিক প্রতিনিধি নির্বাচনে প্রতিষ্ঠানের সকল অংশের শ্রমিকদের বিধি নিষেধ সাপেক্ষে প্রার্থী হওয়ার সুযোগ সম্প্রাসারণ ও ভোট প্রদানের অধিকার সংরক্ষণ করে পরবর্তী অংশগ্রহণকারী কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করা হল।
অতএব, অংশগ্রহণকারী কমিটি গঠনে সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে-
......................................................
সদস্য সচিব (নির্বাচন পরিচালনা কমিটি)
অনুলিপিঃ
০১) ব্যবস্থাপনা পরিচালক-সদয় অবগতির জন্য;
০২) শ্রম পরিচালক-প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য;
০৩) নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ;
০৪) অফিস কপি;
০৫) নোটিশ বোর্ড।