তারিখঃ ...................................................ইং
অফিস নোটিশ
বিষয়ঃ “অংশগ্রহণ কমিটি”-২০১৮ইং নির্বাচনে যোগ্য প্রার্থীদের লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ প্রসঙ্গে
এতদ্বারা ................................ এর সকল শ্রমিকদের এবং অংশগ্রহণকারী কমিটি-২০১৮ইং এর নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২৫/০৯/২০১৮ইং তারিখে অনুষ্ঠিত্য “অংশগ্রহণকারী কমিটি”-২০১৮ইং উপলক্ষ্যে নির্বাচনের আবেদনপত্র যাচাই-বাঁছাই শেষে চ‚ড়ান্ত প্রার্থীদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দের জন্য আগামী ১৬/০৯/২০১৮ইং তারিখে, সকাল ৯.০০ ঘটিকার সময় কারখানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হইবে।
উক্ত নির্বাচনী প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে চ‚ড়ান্ত প্রার্থীদের অথবা প্রার্থীর নাম প্রস্তাব বা সমর্থনকারী ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে।
ধন্যবাদান্তে।।
...................................................
সদস্য সচিব (নির্বাচন পরিচালনা কমিটি)
অনুলিপিঃ
০১) ব্যবস্থাপনা পরিচালক-সদয় অবগতির জন্য;
০২) শ্রম পরিচালক-প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য;
০৩) নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ;
০৪) অফিস কপি;
০৫) নোটিশ বোর্ড।
তারিখঃ ...................................................ইং
অফিস নোটিশ
বিষয়ঃ অংশগ্রহণ কমিটির নির্বাচনী-২০১৮ইং সংক্রান্ত ভোটার তালিকা প্রকাশ প্রসঙ্গে।
এতদ্বারা ...................................................-এর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৫শে জুন-২০১৮ইং তারিখের পূর্বে কারখানায় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা আগামী ২৫/০৯/২০১৮ইং তারিখে অনুষ্ঠিত্য “অংশগ্রহণকারী কমিটি” নির্বাচন-২০১৮ইং নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করিতে পারিবেন। উক্ত চ‚ড়ান্ত ভোটার তালিকা আগামী ২০/০৯/২০১৮ইং তারিখে সকলের অবগতির জন্য কারখানার নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য যে, ভোটার তালিকায়া ভোটার সিরিয়াল নাম্বার কারখানার আইডি নাম্বারকে গণ্য করা হইবে।
ধন্যবাদান্তে-
...................................................
সদস্য সচিব (নির্বাচন পরিচালনা কমিটি)
অনুলিপিঃ
০১) ব্যবস্থাপনা পরিচালক-সদয় অবগতির জন্য;
০২) শ্রম পরিচালক-প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য;
০৩) নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ;
০৪) অফিস কপি;
০৫) নোটিশ বোর্ড।
তারিখঃ ...................................................ইং
ব্যবস্থাপনা পরিচালকের আদেশ
বিষয়ঃ অংশগ্রহণ কমিটির নির্বাচন পরিচালনা কমিটিতে শ্রমিক প্রতিনিধি নির্বাচন।
এতদ্বারা ...................................................-এর মানব সম্পদ সহকারী মহাব্যবস্থাপক, বর্তমান শ্রমিক “অংশগ্রহণকারী কমিটি” ও “সেফটি কমিটি”র সকল সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) ও শ্রম বিধিমালা ২০১৫ এর বিধি-১৮৮” মোতাবেক অংশগ্রহণকারী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন অংশগ্রহণকারী কমিটি’র নির্বাচন-২০১৮ পরিচালনার জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার লক্ষ্যে শ্রমিক প্রতিনিধি নির্বাচন আহŸান করা যাচ্ছে।
অতএব, অনতিবিলম্বে উপরোক্ত বিষয়ের আলোকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হল।
আদেশক্রমে-
...................................................
ব্যবস্থাপনা পরিচালক
...................................................
অনুলিপিঃ
০১) মাননীয় চেয়ারম্যান;
০২) শ্রম পরিচালক-প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য;
০৩) নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ;
০৪) অফিস কপি;
০৫) নোটিশ বোর্ড।