তারিখঃ _ _ _ _ _ _ _ইং
নোটিশ
এতদ্বারা (কোম্পানীর নাম)-এর সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসন্ন “অংশগ্রহণকারী কমিটি” নির্বাচন (_ _ _ _ _ _ _ইং) উপলক্ষ্যে গত _ _ _ _ _ _ _ইং তারিখে শ্রমিকপক্ষের আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয় এবং গত _ _ _ _ _ _ _ইং “নির্বাচন পরিচালনা কমিটি”র সদস্যগণ শ্রমিকপক্ষের মনোনয়নপত্র সংগ্রহ ও যাচাই-বাঁছাই শেষে নিম্নলিখিত সদস্যদের মনোনয়নপত্র বৈধ বলে মত প্রকাশ করেছেন।
শ্রমিক পক্ষের বৈধ মনোনয়ন প্রার্থীদের নামের তালিকা
ক্রঃ নং | কার্ড নং | প্রার্থীর নাম | পদবী | ফরম নং | নির্বাচনী বিভাগ |
ধন্যবাদান্তে-
নামঃ
সদস্য সচিব (নির্বাচন পরিচালনা কমিটি)
অনুলিপিঃ
০১) ব্যবস্থাপনা পরিচালক-সদয় অবগতির জন্য;
০২) শ্রম পরিচালক-প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য;
০৩) নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ;
০৪) অফিস কপি;
০৫) নোটিশ বোর্ড।