তারিখঃ ...................ইং
চূড়ান্ত অংশগ্রহণকারী কমিটি সদস্যবৃন্দ
এতদ্বারা (কোম্পানির নাম) -এর সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অদ্য ..................ইং তারিখে “অংশগ্রহণকারী কমিটি” নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে শ্রমিক ও মালিকপক্ষের যে সমস্ত প্রতিনিধি বিজয়ী/নির্বাচিত হয়েছেন তাদের পরিচিতি নিম্নে দেওয়া হল।
শ্রমিকপক্ষের নির্বাচিত প্রতিনিধিদের নামের তালিকা ও পরিচিতি
ক্রঃ নং | কার্ড নং | প্রার্থীর নাম | পদবী | নির্বাচনী বিভাগ | প্রতীক |
মালিকপক্ষের নির্বাচিত প্রতিনিধিদের নামের তালিকা ও পরিচিতি
ক্রঃ নং | কার্ড নং | প্রার্থীর নাম | পদবী | নির্বাচনী বিভাগ |
উপরে উল্লেখিত শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিগণকে আগামী ২ বছরের জন্য “অংশগ্রহণকারী কমিটি”র সদস্য হিসেবে নির্বাচিত করা হইল।
ধন্যবাদান্তে-
নামঃ
সদস্য সচিব (নির্বাচন পরিচালনা কমিটি)
অনুলিপিঃ
০১) ব্যবস্থাপনা পরিচালক-সদয় অবগতির জন্য;
০২) শ্রম পরিচালক-প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য;
০৩) নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ;
০৪) অফিস কপি;
০৫) নোটিশ বোর্ড।