তারিখঃ ২৬/০৯/২০১৮ইং
সভার নোটিশ
এতদ্বারা ........................-এ কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) এর ধারা-২০৫(১) ও শ্রম বিধি-১৮৩ মোতাবেক-শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা বৃদ্ধির প্রচেষ্টা চলানো, শৃঙ্খলাবোধে উৎসাহিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং কাজের অবস্থার উন্নতি বিধান ও সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গত ২৫/০৯/২০১৮ইং তারিখে “অংশগ্রহণকারী কমিটি”র নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের পরিচিত সভা ও তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আগামী ২৯/০৯/২০১৮ইং তারিখ, রোজ-শনিবার “অংশগ্রহণকারী কমিটি”র ১ম সভা অনুষ্ঠিত হবে।
সভায় আলোচ্য বিষয়সমূহঃ
০১) নব নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও পরিচিতি;
০২) সভাপতি, সহ-সভাপতি ও সদস্য সচিব নির্বাচন;
০৩) শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা;
০৪) উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন, উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, অপচয় রোধ করা এবং উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নত করা;
০৫) নিরাপদ কর্মস্থল গড়ে তোলার লক্ষ্যে সদস্যদের ভ‚মিকা;
০৬) কর্মরত সকলকে শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করা; এবং
০৭) অংশগ্রহণকারী কমিটি’র সদস্যদের দায়িত্ব ও কর্তব্য;
উক্ত সভায় মালিকপক্ষের ও শ্রমিকপক্ষের সকল নির্বাচিত সকল সদস্যদের আগামী ৩০/০৯/২০১৮ইং তারিখ, রোজ-রবিবার, সকাল ১১.৩০ ঘটিকার সময় ফ্যাক্টরীর সম্মেলন কক্ষে উপস্থিত থাকার জন্য পরামর্শ প্রদান করা হইল।
ধন্যবাদান্তে-
মিয়া
.......................................
অনুলিপিঃ
০১) ব্যবস্থাপনা পরিচালক-সদয় অবগতির জন্য;
০২) শ্রম পরিচালক-প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য;
০৩) সকল বিভাগীয় প্রধান;
০৪) অফিস কপি;
০৫) নোটিশ বোর্ড।