সূচনাঃ কারখানায় কর্মরত সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি সুষ্ঠু ও নিরাপদ কর্ম পরিবেশ উপহার দেওয়ার ব্যাপারে বদ্ধ পরিকর। কারখানার অভ্যন্তরে ও কর্ম পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত রাখার ক্ষেত্রে কর্তৃপক্ষ কারখানায় ব্যবহৃত ও জমাকৃত যেকোন ধরনের ধাতু জাতীয় দ্রব্য অপসারণ করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুরসরণ করে থাকেন।
নীতিমালা প্রণয়নের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
কাজের প্রয়োজনে ফ্যাক্টরীতে প্রতিনিয়ত যে সকল ধাতু জাতীয় বর্জ্য উৎপন্ন হয় তা নিরাপদ ও স্বাস্থ্য-সম্মতভাবে অপসারণ করার জন্য নিন্মবর্ণিত ধাপসমূহের মাধ্যমে অপসারণ করা হয়ে থাকে।
Metal Waste বাছাইকরণঃ
পোশাক শিল্প কারখানায় যে ধরনের গবঃধষ ডধংঃধমব হয়ে থাকে সেগুলোকে বাছাই করে আলাদা আলাদা করে রাখতে হবে। নিচে একটি পৃথিকীকরণ পদ্ধতি তুলে ধরা হলঃ
Metal Waste পদার্থের তালিকাঃ
০১) ভাঙ্গা ও অকেজো নিডেল জাতীয় ধাতু;
০২) ধাতু জাতীয় ধাতু;
০৩) বৈদ্যুতিক জাতীয় ধাতু;
০৪) স্যানিটারী জাতীয় ধাতু;
উল্লেখিত ফ্লো চার্ট অনুযায়ী বিভিন্ন বর্জ্য অপসারণের নিয়মাবলীঃ
ধাতব জাতীয় ধাতু (লোহা, ভাঙ্গা ও অকেজো নিডেল)ঃ কারখানার বিভিন্ন সেকশনের ব্যবহৃত ভাঙ্গা আয়রন, রড, অব্যবহৃত যন্ত্রপাতি, কাটার, সিজার, সুঁচ ইত্যাদি মেটাল জাতীয় পদার্থ ভাঙ্গা ও অকেজো নিডেল জাতীয় বর্জ্যগুলো প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয়। তারপর একটি নির্দিষ্ট সময় পর পর অনুমোদিত ঠিকাদারের নিকট বিক্রি করা হয়।
বৈদ্যুতিক জাতীয় ধাতুঃ কারখানার অব্যবহৃত ও বিভিন্ন নষ্ট বৈদ্যুতিক জাতীয় বর্জ্য, যেমন-তার, কয়েল, বিভিন্ন স্ক্রার্চগুলো প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয় এবং একটি নির্দিষ্ট সময় পর পর অনুমোদিত ঠিকাদারের নিকট সরবরাহ করা হয়।
সেনিটারি জাতীয় ধাতুঃ কারখানায় ব্যবহৃত বিভিন্ন সেনিটারি বর্জ্য, যেমন-ধাতব পানির পাইপ, ট্যাপ, বেসিন, থ্রেড রিং, হ্যান্ড ওয়াশ ইত্যাদি প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয় এবং প্রতিদিন দিন শেষে জমাকৃত বর্জ্যগুলো স্টোরে নির্দিষ্ট স্থানে রাখা হয়। তারপর একটি নির্দিষ্ট সময় পর পর অনুমোদিত ঠিকাদারের নিকট বিক্রি করা হয়।