তারিখঃ ২৯/০৯/২০১৮ইং
বরাবর,
পরিচালক,
রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নস্ এর কার্যালয়,
৪, রাজউক এভিনিউ,
শ্রম ভবন (৯ম তলা),
ঢাকা-১০০০।
বিষয়ঃ “অংশগ্রহণকারী কমিটি”-২০১৮ইং এর নির্বাচনের যাবতীয় ডকুমেন্ট এবং কমিটির ১ম সভার আলোচ্য বিষয়সমূহ দাখিল ও অনুমোদন প্রসঙ্গে।
জনাব,
বিনিত নিবেদন এই যে, আমাদের ১০০% রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠান .............................., জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা-তে অবস্থিত। কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) এর ধারা-২০৫(১) ও শ্রম বিধি-১৮৩ মোতাবেক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো, শ্রমিক এবং মালিক সকলেরই অঙ্গীভ‚ত হওয়ার ভাব প্রোথিত ও প্রসার করা, প্রতিষ্ঠানের প্রতি শ্রমিকগণের অঙ্গীকার ও দায়িত্ববোধ জাগ্রত করা, শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করা, শৃঙ্খলাবোধে উৎসাহিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং কাজের অবস্থার উন্নতি বিধান ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে গত ২৫/০৯/২০১৮ইং তারিখে “অংশগ্রহণকারী কমিটি” নির্বাচন অনুষ্ঠিত এবং গত ২৯/০৯/২০১৮ইং তারিখে “অংশগ্রহণকারী কমিটি”র ১ম সভা অনুষ্ঠিত হয়।
অতএব, “অংশগ্রহণকারী কমিটি”র নির্বাচনের যাবতীয় ডকুমেন্ট এবং কমিটির ১ম সভার আলোচ্য বিষয়সমূহ আপনার সদয় অবগতি ও অনুমোদনের জন্য এতদ্বসঙ্গে দাখিল করা হইল।
আপনার বিশ্বস্ত-
................................................
সভাপতি (অংশগ্রহণকারী কমিটি)
সংযুক্তিঃ
০১) “অংশগ্রহণকারী কমিটি” নির্বাচনের যাবতীয় ডকুমেন্ট;
০২) শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের নির্বাচিত সদস্যদের নামের তালিকা;
০৩) “অংশগ্রহণকারী কমিটি”র ১ম সভার আলোচ্য বিষয়সমূহ।