তারিখঃ ...........................।।ইং
বরাবর,
পরিচালক,
রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নস্ এর কার্যালয়,
৪, রাজউক এভিনিউ,
শ্রম ভবন (৯ম তলা),
ঢাকা-১০০০।
বিষয়ঃ অংশগ্রহণকারী কমিটি-২০২১...ইং এর নির্বাচনের যাবতীয় ডকুমেন্ট এবং কমিটির ১ম সভার আলোচ্য বিষয়সমূহ দাখিল ও অনুমোদন প্রসঙ্গে।
জনাব,
বিনিত নিবেদন এই যে, আমাদের ১০০% রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠান (কোম্পানির নাম), ঠিকানা তে অবস্থিত। কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) এর ধারা-২০৫(১) ও শ্রম বিধি-১৮৩ মোতাবেক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো, শ্রমিক এবং মালিক সকলেরই অঙ্গীভ‚ত হওয়ার ভাব প্রোথিত ও প্রসার করা, প্রতিষ্ঠানের প্রতি শ্রমিকগণের অঙ্গীকার ও দায়িত্ববোধ জাগ্রত করা, শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করা, শৃঙ্খলাবোধে উৎসাহিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং কাজের অবস্থার উন্নতি বিধান ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে গত ........................ইং তারিখে অংশগ্রহণকারী কমিটি নির্বাচন অনুষ্ঠিত এবং গত..................ইং তারিখে অংশগ্রহণকারী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়।
অতএব, অংশগ্রহণকারী কমিটির নির্বাচনের যাবতীয় ডকুমেন্ট এবং কমিটির ১ম সভার আলোচ্য বিষয়সমূহ আপনার সদয় অবগতি ও অনুমোদনের জন্য এতদ্বসঙ্গে দাখিল করা হইল।
আপনার বিশ্বস্ত-
নামঃ
সভাপতি (অংশগ্রহণকারী কমিটি)
সংযুক্তিঃ
০১) অংশগ্রহণকারী কমিটি নির্বাচনের যাবতীয় ডকুমেন্ট;
০২) শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের নির্বাচিত সদস্যদের নামের তালিকা;
০৩) অংশগ্রহণকারী কমিটির ১ম সভার আলোচ্য বিষয়সমূহ।