তারিখঃ ০৪/০৯/২০১৮ইং
বরাবর,
উপ-মহাপরিদর্শক,
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,
জেলা কার্যালয়, ঢাকা।
বিষয়ঃ ‘সেইফটি কমিটি’ র ৩য় সভা প্রসঙ্গে।
জনাব,
যথা বিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, .........................................-একটি ১০০% রপ্তানীমূখী সোয়েটার শিল্প প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ০৩/০৯/২০১৮ইং তারিখ, রোজ-সোমবার মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে সেইফটি কমিটির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির সভার কার্য বিবরণী আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করা হইল।
অতএব, বিনীত নিবেদন এই যে, দাখিলকৃত বিষয়টি গ্রহণ করিতে জনাবের মর্জি হয়।
ধন্যবাদন্তে-
সেইফটি কমিটির সভাপতি,
.....................................................
সহঃ মহাব্যবস্থাপক (প্রশাসন, মানবসম্পদ ও কমপ্লায়েন্স)
অনুলিপিঃ
০১) সভার নোটিশ;
০২) সভার আলোচ্য বিষয়সমূহ;
০৩) সভায় উপস্থিত সদস্যদের নামের তালিকা ও স্বাক্ষর ও ছবি;
০৪) নিরাপত্তা সংক্রান্ত পরিদর্শন তালিকা।