তারিখঃ _ _ _ _ _ _ _ইং
বরাবর,
উপ-মহাপরিদর্শক,
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,
জেলা কার্যালয়, ঢাকা।
বিষয়ঃ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩)-এর ধারা ৯০(ক) ও শ্রম বিধি-২০১৫ এর বিধি-৮১ মোতাবেক সেইফটি কমিটি গঠন অবহিতকরণ প্রসঙ্গে।
জনাব,
যথা বিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, _ _ _ _ _ _ _ _ একটি ১০০% রপ্তানীমূখী পোশাক শিল্প (সোয়েটার) তৈরী প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পেশাগত স্বাস্থ্য, ভবন সংক্রান্ত ও অগ্নি নিরাপত্তা বিধানের লক্ষ্যে শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৩ইং)-এর ধারা-৯০(ক) এবং বাংলাদেশ শ্রম বিধি-২০১৫ এর বিধি-৮১ মোতাবেক গত _ _ _ _ _ _ _ইং এবং _ _ _ _ _ _ _ইং তারিখে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে সেইফটি কমিটি (Safety Committee) গঠন এবং গত _ _ _ _ _ _ _ইং তারিখে ১ম সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটি গঠনের গঠনতন্ত্র ও ১ম সভার কার্য বিবরণী আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করা হইল।
অতএব, উক্ত কমিটির যাবতীয় কাগজপত্রাদি ও সভার কার্য বিবরণী আপনার সদয় অবগতির জন্য এতদ্বসঙ্গে সংযুক্ত করা হইল।
আপনার বিশ্বস্ত-
_ _ _ _ _ _ _
সহঃ মহাব্যবস্থাপক (প্রশাসন, মানবসম্পদ ও কমপ্লায়েন্স)
সংযুক্তিঃ
০১) আবেদনপত্র;
০২) সেইফটি কমিটি গঠনের নোটিশ;
০৩) সেইফটি কমিটি গঠন প্রণালী;
০৪) সেইফটি কমিটি সদস্যবৃন্দের নামের তালিকা;
০৫) সেইফটি কমিটি সভার কার্যবিবরণী;
০৬) সভায় সদস্যবৃন্দের স্বাক্ষর সম্বলিত উপস্থিতি শীট;
০৭) সেইফটি কমিটির সভার ছবি;
০৮) নিরাপত্তা সংক্রান্ত চেক লিস্ট।