সেইফটি কমিটি সম্পর্কে শ্রমিকদের অবহিতকরণ পত্র
এ মর্মে ......................................-এর কর্মরত সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠানে একটি সেইফটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের তালিকা নিচে উল্লেখ করা হল। সেইফটি কমিটি এমন একটি কমিটি যা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এবং এ কমিটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত কর্মক্ষেত্র সৃষ্টি ও সংরক্ষণের জন্য মালিক/ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করে থাকে।
সেইফটি কমিটির সদস্যরা মূলতঃ-
* পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক ঝুঁকি নির্ণয়ের জন্য নিয়মিতভাবে কর্মস্থল পরিদর্শন করবেন (যেমন উন্মুক্ত বৈদ্যুতিক তার, উচ্চমাত্রার শব্দ) এবং সংশোধনমূলক ব্যবস্থার সুপারিশ;
* সেইফটি কমিটির সদস্যদের প্রশ্ন করতে দ্বিধাবোধ করবেন না এবং আপনার কর্মস্থলে যদি কোন ঝুঁকি বা বিপদের সম্ভাবনা নির্ণয় করে থাকেন তা তাদেরকে জানানো;
* কমিটির সদস্যরা ঝুঁকি নিরূপণ ও তা সমাধান করতে আপনাকে সহায়তা করা।
নির্দিষ্টভাবে আপনি যদি মনে করেন যে, আপনি তাৎক্ষণিকভাবে একটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন অবিলম্বে কমিটির যেকোন সদস্য অথবা আপনার উর্ধ্বতন কর্মকর্তাকে তা জানান। সেইফটি কমিটির সদস্যরা প্রতিষ্ঠানের শ্রমিকদের বিভিন্ন শাখার জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।
সেইফটি কমিটি প্রতি ৩ মাসে অন্ততঃ ১ বার মিটিংয়ের আয়োজন করা হবে। তবে, জরুরী প্রয়োজনে যেকোন সময় মিটিংয়ের আয়োজন করতে পারবে এবং সেইফটি কমিটির যাবতীয় তথ্যাদি সেইফটি তথ্য বোর্ডে সভার কার্য বিবরণী সেঁটে দেয়া হবে।
“সেইফটি কমিটি”র সদস্যবৃন্দঃ