___________________ গার্মেন্টস শিল্পে একটি পরিচিত নাম। ক্রেতাদের চাহিদা মাফিক সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভুলবশতঃ বা অসাবধানতাভাবে ভাঙ্গা সুঁচ অথবা পূর্ণাঙ্গ সূঁচ অথবা মেটাল জাতীয় কোন গার্মেন্টসের সাথে প্যাক হয়ে ক্রেতার কাছে না পৌঁছায় তা নিশ্চিত করা। ক্রেতাদের সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ কিছু কিছু এলাকায় ধাতবমুক্ত এলাকা (Metal Free Zone) ঘোষণা করেছেন।
ধাতবমুক্ত এলাকাসমূহঃ
ফোল্ডিং এরিয়া, প্যাকিং এরিয়া এবং ফিনিশড্ গুডস এরিয়া।
ধাতবমুক্ত এলাকা নিশ্চিত করার লক্ষ্যে নিন্মলিখিত কার্যাদি সম্পাদন করা হয়ে থাকেঃ
ফোল্ডিং এরিয়া, প্যাকিং এরিয়াঃ
* সকল গার্মেন্টস মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে চেক করতে হবে;
* দিনে কমপক্ষে ৩ বার ১.২ মি.লি. ফেরাস কার্ড চেক করতে হবে;
* মেটাল চেক করার পর মেটালমুক্ত গার্মেন্টসগুলো নির্দিষ্ট ঝুড়িতে রাখতে হবে;
* কোন গার্মেন্টস-এ মেটালের অস্তিত্ব পাওয়া গেলে সঙ্গে সঙ্গে উক্ত গার্মেন্টস সিজ করুন এবং রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে;
* মেটাল চেকিংয়ের সময় অপারেটরগণ মেটাল জাতীয় পদার্থ, যেমন-ষ্টিলের ঘড়ি, রিং, চেইন, আংটি, ব্রাসলেট ইত্যাদি পরিধান করে কাজ করা যাবে না;
* মেটাল ফ্রি জোনে অনুমোদনকৃত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না;
* উক্ত এলাকার মধ্যে কোন কাটার, সিজার, ভ্রমর, নাইফ, টিনের প্যাটার্ণ ইত্যাদি ব্যবহার করা বা রাখা যাবে না;
* উক্ত এলাকার মধ্যে কোন মহিলা বা পুরুষ শ্রমিক চুলের ক্লিপ, কাঁটা, সেফটিপিন, কানের দুল, লকেট, চুড়ি, ঘড়ি, নুপুর ইত্যাদি মেটাল জাতীয় কোন গহনা পরিধান করে কাজ করা যাবে না;
* মেটাল ফ্রি জোন মেটালমুক্ত রাখুন এবং মেটাল ফ্রি পলিসি মেনে চলুন।
ফিনিশড্ গুডস এরিয়াঃ
* ফিনিশড গুডস্ এরিয়ায় কাজ করার সময় অপারেটরগণ মেটাল জাতীয় পদার্থ, যেমন-ষ্টিলের ঘড়ি, রিং, চেইন, আংটি, ব্রাসলেটসহ যেকোন ধরনের অলংকার নিয়ে প্রবেশ ও কাজ করা যাবে না;
* ফিনিশড গুডস্ এরিয়ায় অনুমোদনকৃত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ প্রবেশ করা নিষেধ;
* ফিনিশড গুডস্ এরিয়ায় কোন কাটার, সিজার, ভ্রমর, নাইফ, টিনের প্যাটার্ণ ইত্যাদি ব্যবহার করা বা রাখা যাবে না;
* ফিনিশড গুডস্ এরিয়ার মধ্যে কোন মহিলা বা পুরুষ শ্রমিক চুলের ক্লিপ, কাঁটা, সেফটিপিন, কানের দুল, লকেট, চুড়ি, ঘড়ি, নুপুর ইত্যাদি মেটাল জাতীয় কোন গহনা পরিধান করে কাজ করা যাবে না;
* ফিনিশড গুডস্ এরিয়ার দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ফিনিশড্ গুডস্ এরিয়ায় কোন অনুমোদিত বা অননুমোদিত ব্যক্তি কাউকে ষ্টিলের ঘড়ি, রিং, চেইন, আংটি, ব্রাসলেট, কাটার, সিজার, ভ্রমর, নাইফ, টিনের প্যাটার্ণ, চুলের ক্লিপ, কাঁটা, সেফটিপিন, কানের দুল, লকেট, চুড়ি, ঘড়ি, নুপুর ইত্যাদি নিয়ে প্রবেশ করতে নিষেধ করে থাকেন।