“সেইফটি কমিটি” গঠনের লক্ষ্যে সভার কার্য বিবরণী
অদ্য ১৯/০২/২০১৮ইং তারিখ, রোজঃ সোমবার, বেলা-১১.৩০ ঘটিকায় (গত ১২/০২/২০১৮ইং তারিখের নোটিশের প্রেক্ষিতে) অত্র কারখানার সহকারী মহাব্যবস্থাপক-এর সভাপতিত্বে, সকল বিভাগীয় প্রধান ও “অংশগ্রহণকারী কমিটি” ও “সেইফটি কমিটি”র সহ-সভাপতি ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে নতুন সেইফটি কমিটি গঠনের লক্ষ্যে কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। নি¤েœ সভার আলোচ্য বিষয়সমূহ তুলে ধরা হল।
সভা নং নতুন কমিটি গঠনের সভা
তারিখ ১৯/০২/২০১৮ইং সময় ১১.৩০-১২.২৫
ভেন্যু কনফারেন্স রুম প্রস্তুতকারী সাফিয়া নাজনীন (কল্যাণ কর্মকর্তা)
ক্রঃ নং আলোচ্য বিষয় আলোচনা সিদ্ধান্ত/ব্যবস্থা গ্রহণ
০১ স্বাগত বক্তব্য প্রদান
০২ সেইফটি কমিটি গঠনের লক্ষ্যে নতুন সদস্য নির্বাচন অংশগ্রহণকারী কমিটি, বর্তমান সেইফটি কমিটি ও সকল বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে নতুন করে সেইফটি কমিটি গঠন করার লক্ষ্যে প্রত্যেক বিভাগ/ সেকশন থেকে ১/২ জন করে সদস্য মনোনয়ন করা হয়। অংশগ্রহণকারী কমিটি, বর্তমান সেইফটি কমিটি ও সকল বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে ও মৌখিক সম্মতিক্রমে নতুন সেইফটি কমিটি গঠন করা হয়।
প্রতিটি বিভাগ বা সেকশন থেকে ১০ জন্য সদস্যের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। তারমধ্যে মৌখিক সম্মতিক্রমে ৫জন সদস্যকে বিজয়ী ঘোষণা করা হয়। নি¤েœ বিজয়ী নতুন সেইফটি কমিটির সদস্যদের নাম দেয়া হল।
ক্রঃ নং নাম পদবী প্রাপ্ত ভোট
০১ মোঃ নাজমুল হাসান সাধারন জ্যাকার্ড অপারেটর ৪
০২ মোঃ রাজু কামাল সাধারন জ্যাকার্ড অপারেটর ৭
০৩ মোছাঃ জেসমিন বেগম কোয়ালিটি ইন্সপেক্টর (গেটআপ) ৫
০৪ মোঃ মাসুদ সাধারন লিংকিং অপারেটর ৫
০৫ মোছাঃ হাজরা বেগম সাধারন উইন্ডিং অপারেটর ৪
উল্লেখিত সদস্যদেরকে সেইফটি কমিটির সদস্য মনোনীত করা হয়।
০৩ নব-নির্বাচিত সেইফটি কমিটির সদস্য অনুমোদন অংশগ্রহণকারী কমিটির সহ-সভাপতি কর্তৃক নব-নির্বাচিত সেইফটি কমিটির সদস্য অনুমোদন করার জন্য প্রস্তাব করা হয়। অংশগ্রহণকারী কমিটির সহ-সভাপতি কর্তৃক নব-নির্বাচিত সেইফটি কমিটির সদস্য অনুমোদন প্রদান করা হয়।
০৪ নব-নির্বাচিত সেইফটি কমিটির সদস্যদের অভিনন্দন জানানো নব-নির্বাচিত সেইফটি কমিটির সদস্যদের অভিনন্দন জানানোর প্রস্তাব করা হয়। সভায় উপস্থিত সহকারী মহাব্যবস্থাপক, অংশগ্রহণকারী কমিটি, বর্তমান সেইফটি কমিটি ও সকল বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে নব-নির্বাচিত সেইফটি কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
০৫ পরবর্তী সভা আগামী ০৪/০৩/২০১৮ইং, রোজ-রবিবার, সকাল ১১.০০ টায়।
কার্যবিবরণী অনুমোদিত-
............................................ ........................................ ............................................
সভাপতি, সেইফটি কমিটি সহ-সভাপতি, সেইফটি কমিটি সহ-সভাপতি, অংশগ্রহণকারী কমিটি