সেইফটি কমিটি সদস্যদের দায়িত্ব:
ক্রঃ নং | নাম | কার্ড নং | কোম্পানী পদবী | কমিটি পদবী | সেকশন/বিভাগ | দায়িত্ব |
সভাপতি |
1. কমিটির দায়িত্ব গ্রহণ ও সভা পরিচালনা করে কমিটিকে সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন। 4. সভায় সভাপতিত্ব করা এবং সহ-সভাপতি সহ অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে গুরুত্ব ভ’মিকা রাখবেন। |
|||||
সদস্য | 1. কারখানার সকলের নিরাপত্তা নিশ্চিত করা । 2. কারখানার অভ্যন্তরে কোন ঝুঁকি আছে কিনা তা তদারকি করা এবং কমিটিকে অবগত করা। 3. নিরাপত্তা বিষয়ক কোন সমস্যা হলে কর্তৃপক্ষের সাহায্যে সমাধান করা। |
|||||
সদস্য | 1. কারখানার অভ্যন্তরে মেইনটেন্যান্স বিভাগের অধীনে যে সকল কাজ রয়েছে তার মধ্যে কোন সমস্যা দেখা দিলে তা দ্রæত সমাধান করা। 2. নিরাপত্তা বিষয়ক কোন সমস্যা হলে কর্তৃপক্ষের সাহায্যে সমাধান করা। 3. কমিটির অন্যান্য সদস্যদের সাথে কারখানা পরিদর্শন করা এবং যেকোন ঝুঁকি/সমস্যা দেখলে তা দ্রæত সমাধান করা। |
|||||
সদস্য | 1. কারখানার অভ্যন্তরে কোন ঝুঁকি আছে কিনা তা তদারকি করা এবং কমিটিকে অবগত করা। 2. নিরাপত্তা বিষয়ক কোন সমস্যা হলে কর্তৃপক্ষের সাহায্যে সমাধান করা। 3. কমিটির অন্যান্য সদস্যদের সাথে কারখানা পরিদর্শন করা এবং যেকোন ঝুঁকি/সমস্যা দেখলে তা দ্রæত সমাধান করা। |
|||||
সদস্য - সচিব | 1. কমিটির প্রতিটি সভার জন্য প্রয়োজনীয় এজেন্ডা তৈরী করা এবং সকল সদস্যকে তা সরবরাহ করা। 2. কমিটির সভা অনুষ্ঠিত করার জন্য মিটিং রুমের ব্যবস্থা করা। 3. আর্থিক সহায়তা সহ কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রদান করা। 3. প্রতিটি সভার আলোচিত বিষয়াবলীর ভিত্তিতে প্রতিবেদন তৈরী করা। |
|||||
সদস্য | 1. নিজ নিজ এলাকার নিরাপত্তা নিশ্চিত করা । 2. নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ। 3. সকল ধরনের দুর্ঘটনা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক সচিবকে অবহিত করবেন। |
|||||
সহ-সভাপতি | 1. প্রতিবেদন পর্যবেক্ষণপূর্বক সভাপতির নিকট উপস্থাপন । 2. প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা। 3. প্রয়োজনে সদস্য-সচিব এর সাথে আলোচনা করে সভা আহবান করা। |
কার্যবিবরণী অনুমোদিত-
_ _ _ _ _ _ __ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ __ _ _ _ _ _ _ _ _
সভাপতি, সেইফটি কমিটি সহ-সভাপতি, সেইফটি কমিটি