ভূমিকাঃ _______________ বাংলাদেশের পোশাক শিল্পে একটি পরিচিত নাম। এখানে আন্তর্জাতিক মানের পোশাক উৎপাদন করা হয়। আন্তর্জাতিক মানের পোশাক তৈরির কথা বিবেচনা করে ____________________-এর কর্তপক্ষ ভোক্তাদের সর্বোত্তম নিরাপত্তা ও চাহিদার কথা চিন্তা করে “কীটপতঙ্গ নিয়ন্ত্রণ নীতিমালা” প্রণয়ন করেছেন। এই নীতিমালার প্রধান কাজ হবে যাতে করে কোন রকমের পোঁকা-মাকড়/কীট-পতঙ্গ বিভিন্নভাবে গার্মেন্টসের ভিতর প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা।
_____________________-এর কর্তৃপক্ষ পোকা মাকড়/কীট-পতঙ্গ নিয়ন্ত্রণ রোধে নিন্মলিখিত নীতিমালা প্রণয়ন করেছেনঃ
* _____________________-এর কর্তৃপক্ষ স্বাস্থ্য-সম্মত ও নিরাপদ কর্ম পরিবেশ ও পরিচ্ছন্ন সুয়েটার রপ্তানীতে অঙ্গিকারাবদ্ধ।
* কর্তৃপক্ষ ক্রেতার পণ্যের গুণগত মান বজায় রাখার স্বার্থে প্রতি মাসে তৃতীয় পক্ষের মধ্যেমে সম্পূর্ণ ফ্যাক্টরীর প্রতিটি ফ্লোরের প্রতিটি জায়গায় পেষ্ট কন্ট্রোল এবং বেডব্যাগ করা হয়।
* কর্তৃপক্ষ ক্রেতাদের পণ্যের গুণগত মান বজায় রাখার স্বার্থে উৎপাদন ফ্লোরের বিভিন্ন স্থানে ৯টি Pest Control Light Box স্থাপন করা হয়েছে।
* “বহির্গমন ও জরুরী বাহির গমন” এরিয়াতে Pest Control Light Box স্থাপন করা হয়েছে। যাতে পোঁকা-মাকড় বা কীট-পতঙ্গ প্রবেশ করতে না পারে।
* দায়িত্বপ্রাপ্ত লোক দ্বারা প্রতি সপ্তাহে Pest Control Light Box গুলোর গুণগত মান পরীক্ষা করে রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়।
* প্রতি সপ্তাহে দায়িত্বপ্রাপ্ত লোক দ্বারা Pest Control Light Box গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়।
* উৎপাদন ভবনের চতুর্দিকে পর্যাপ্ত পরিমাণ হলুদ বাতি (Yellow Light) স্থাপন করা হয়েছে।
এছাড়াও নিন্মলিখিত নীতিমালা অনুসরণ করা হয়ে থাকেঃ
* উৎপাদন ফ্লোরের মধ্যে যেকোন ধরনের পোঁকা-মাকড় বা কীট-পতঙ্গ প্রবেশ করতে না পারে সেজন্য প্রতি মাসে Pest Control Spray করার ব্যবস্থা করা হয়ে থাকে;
* ফিনিশিং সেকশনের (আয়রন সেকশন, পলি সেকশনে ও প্যাকিং সেকশনের) কর্মরত ব্যক্তিবর্গ অবশ্যই গার্মেন্টসটি ভালভাবে চেক করে পোঁকা-মাকড় বা কীট-পতঙ্গ নিয়ন্ত্রণ করা হয়;
* প্রতি ১৫ দিন পর পর উৎপাদন ফ্লোরের বিভাগীয় প্রধানের সমন্বয়ে সম্পূর্ণ ফ্লোর, মেশিন ও বাসবার পরিষ্কার করা হয়;
* পোঁকা-মাকড় বা কীট-পতঙ্গ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ফ্যাক্টরীর অভ্যন্তরে ও চতুর্দিকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে;
* ফ্যাক্টরীর অভ্যন্তরে বিভিন্ন ড্রেণ ও পয়ঃপ্রণালী পরিষ্কারসহ মশা ও অন্যান্য পোঁকা-মাকড় বা কীট-পতঙ্গ নিধন কার্যক্রম পরিচালনা করা হয়;
* সকল কর্মকর্তা, কর্মচারী ও টিম মেম্বারদের মাঝে পোঁকা-মাকড় বা কীট-পতঙ্গ নিয়ন্ত্রণ সরঞ্জামাদি, বাতি, মেশিনের কার্যকারীতা সর্ম্পকে ধারণা দিয়ে থাকি;
* প্রতি ঈদের ছুটিতে ফ্যাক্টরী বন্ধ করার সময় বিভিন্ন পোঁকা-মাকড় বা কীট-পতঙ্গ ফ্লোরের মধ্যে প্রবেশ করতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি।
* পোঁকা-মাকড় বা কীট-পতঙ্গ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণীসহ নিয়ন্ত্রণের লক্ষ্যে নিউ বেঙ্গল পেস্ট কন্ট্রোল (৩৪, গ্রীণ রোড, নওয়াব ম্যানশন ৬ষ্ঠ তলা, ধানমন্ডি, ঢাকা-১২০৫) কোম্পানীর সাথে একটি চুক্তি করা হয়েছে।
আন্তর্জাতিক বাজার আরো সম্প্রসারন করার লক্ষ্যে “ভোক্তা ও ক্রেতার” চাহিদা অনুযায়ী অত্র কোম্পানীর ব্যবস্থাপনা পরিষদ এই নীতিমালা সম্পর্কে যথেষ্ট অবগত রয়েছেন ও একটি আদর্শ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে কমপ্লায়েন্স বিভাগ কাজ করে যাচ্ছে।
“আসুন আমরা সবাই মিলে একটি জীবানুমুক্ত সুন্দর পোশাক প্রস্তুত করতে একটি পরিস্কার ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি”।