___________________-একটি ১০০% রপ্তানীমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানে নিয়োজিত সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার নিরাপদ কর্মস্থল নিশ্চিতকল্পে বদ্ধপরিকর। এ উদ্দেশ্যে কর্তৃপক্ষ সকল সেকশনে নিরাপত্তামূলক সরঞ্জামাদী সরবরাহ করে থাকেন। কর্তৃপক্ষ প্রয়োজন অনুসারে কাজ করার পূর্বে আত্মরক্ষামূলক সরঞ্জামাদী ব্যবহারের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করিয়া থাকেন।
নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলার জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক সরঞ্জামাদি ব্যবহার করতে হবে। ...............................-এ কর্মরত সকলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তামূলক সরঞ্জামাদির সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নিমোক্ত নীতিমালা গ্রহণ করেছেঃ
আত্মরক্ষামূলক সরঞ্জাম (PPE) কি?
আত্মরক্ষামূলক সরঞ্জাম (PPE) বলতে কর্মক্ষেত্রে কর্মীকে সুরক্ষার জন্য যে বিশেষ ধরনের পোশাক-পরিচ্ছদ ও যন্ত্রাদি যেমন-এপ্রোণ, মাস্ক, ইয়ার মাফ, ইয়ার প্লাগ, রাবার ম্যাট, হ্যান্ড গ্লাভস, নিডল গার্ড, আই গার্ড, পুলি কভার, গামবুট, গগ্লস ইত্যাদির ব্যবহারকে বুঝায়।
কর্মক্ষেত্রে আত্মরক্ষামূলক সরঞ্জামের (PPE) প্রয়োজন কেন?
কর্মক্ষেত্রে কর্মীর সুরক্ষা, কর্মে গতিশীলতা এবং যে কোন ধরনের অনাকাক্সিক্ষত দূঘর্টনার হাত থেকে রক্ষা করার জন্য আত্মরক্ষামূলক সরঞ্জামাদির প্রয়োজন। সাধারনত পিপিই সম্ভাব্য দূর্ঘটনা প্রতিরোধ করেনা। এটা শুধুমাত্র দূর্ঘটনার সম্ভাব্য ফলাফল থেকে কর্মীদের রক্ষা করে। ঝুঁকি কমানোর অন্য কোন উপায় না থাকলে শুধুমাত্র তখনই পিপিই ব্যবহার করা হয়। নিয়োগকর্তা ঝুঁকির সাথে সামঞ্জস্য রেখে পিপিই প্রদান করবে।
বিভিন্ন কারণে পিপিই’র ব্যবহার প্রয়োজন। যেমনঃ-
* নিজেকে সুরক্ষিত রেখে ফলপ্রসু কাজ করতে;
* অনাকাক্সিক্ষত সমস্যাবলি থেকে নিজেকে মুক্ত রাখতে;
* ঝুঁকিবিহীন ও সাবলীলভাবে কাজ করতে;
* কর্মে গতিশীলতা বৃদ্ধি করতে;
* কর্মস্থলে আইনের প্রতি অনুগত থাকতে।
নিরাপত্তামূলক সরঞ্জামাদির ব্যবহারের নীতিমালাঃ
যে সমস্ত মেশিনে নিডেল গার্ড ব্যবহার করা হয়, সে সমস্ত মেশিনে নিডেল গার্ড লাগানো হয়েছে।
অপারেটরগণ নিশ্চিত করবে তাদের মেশিনে নিডেল গার্ড লাগানো আছে। যদি কোন মেশিনে নিডেল গার্ড লাগানো না থাকে অপারেটর সাথে সাথে সুপারভাইজার ও মেকানিককে জানাতে হবে। মেকানিকগণ তাৎক্ষণিক নিডেল গার্ড প্রতিস্থাপন করে দিবেন।
প্রতিটি ওভারলক, ফ্ল্যাটলক ও অন্যান্য কিছু মেশিনে আইগার্ড ব্যবহার করা হয়। যদি কোন মেশিনে আইগার্ড না থাকে বা ভেঙ্গে যায় তবে সাথে সাথে সুপারভাইজার ও মেকানিককে জানাতে হবে। মেকানিক তাৎক্ষণিকভাবে আইগার্ড প্রতিস্থাপন করে দিবে।
নিডেল গার্ড ও আইগার্ড ব্যতিত মেশিন চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
প্রতিটি মেশিনের সাথে মটর পুলি থাকে এবং এই পুলি একটি রাবার দ্বারা মেশিনকে পরিচালনা করে। অনেক সময় এই রাবারে ওড়না বা চুল পেচিয়ে দুর্ঘটনা ঘটে থাকে, তাই এই পুলি এবং রাবার কভার দ্বারা আবৃত থাকে। যদি কোন মেশিনে পুলি কভার না থাকে তবে সাথে সাথে মেকানিক বা ইলেক্ট্রিশিয়ানকে জানিয়ে তা প্রতিস্থাপন করে নিতে হবে।
সাধারণত ওভারলক ও ফ্ল্যাটলক মেশিন দ্বারা কাপড় সেলাই করার সময় এক ধরনের হাল্কা ময়লা বের হয়, যা সহজেই শ্বাস-প্রশ্বাসের মাধম্যে শরীরে প্রবেশ করে থাকে। পরবর্তীতে দেখা দেয় শ্বাস কষ্ট, য²া ও ক্যান্সারের মতো মারাত্মক রোগ। সম্ভাব্য এ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি অপারেটর ও হেলপারকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করে কাজ করতে হবে।
থিনার এক ধরনের দাহ্য কেমিক্যাল। স্পট রিমোভিং রুমে কাজ করার সময় অবশ্যই কেমিক্যাল মাস্ক ও হ্যান্ড গøাভস ব্যবহার করতে হবে। স্পট রিমোভিং কোন মহিলা বিশেষ করে গর্ভবতী মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
থ্রেড সাকিং মেশিন দ্বারা কাজ করার সময় এয়ার প্লাগ ব্যবহার করতে হবে।
যদি কখনো হ্যান্ড ট্যাগ গান ব্যবহারের প্রয়োজন পড়ে তবে মেটাল ফিংগার গার্ড ব্যবহার করতে হবে। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরাই হ্যান্ড ট্যাগ গান ব্যবহার করতে পারবে।
আয়রন মেশিন দ্বারা কাজ করার সময় সম্ভাব্য ইলেক্ট্রিক্যাল শক থেকে রক্ষা পাওয়ার জন্য রাবারের সু/ স্যান্ডেল ব্যবহার করা উচিত। আয়রন করার পর আয়রনটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং সাবধানে নাড়াচড়া করতে হবে যাতে শরীরের কোথাও গরম ছ্যাঁকা না লাগে। আয়রন যখন ব্যবহার হবে না তখন সুইচটি অফ করে রাখুন।
আয়রনের জন্য সঠিক তারটি ব্যবহার করতে হবে এবং ইলেক্ট্রিশিয়ানগণ তার স্থাপনের সময় এদিকে বিশেষ দৃষ্টি রাখবেন।
সকল ইলেক্ট্রিক্যাল বোর্ডের নিচে সব সময় রাবার ম্যাট রাখতে হবে সম্ভাব্য ইলেক্ট্রিক্যাল শক এড়াতে।
শুধুমাত্র ইলেক্ট্রিশিয়ান ব্যতীত অন্য কেহ কোন অবস্থায় ইলেক্ট্রিক্যাল প্যানেল বোর্ডে হাত দিতে পারবে না।
জেনারেটর রুমে সাধারনতঃ উচ্চ শব্দমাত্রা বিদ্যমান থাকে। এই উচ্চ শব্দমাত্রা শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে বিধায় জেনারেটর রুমে কাজ করার সময় এয়ার মাফ ব্যবহার বাধ্যতামূলক।
কাপড় কাটার কাচি এবং সুতা কাটার যন্ত্র কাজ করার সময় টেবিলের সাথে বেঁধে রাখতে হবে।
প্রতি মাসে ১ বার সকল বৈদ্যুতিক লাইন পরীক্ষা করতে হবে।
কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি ও দূর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে প্রতিটি শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার সচেতন থাকতে হবে। ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদির ব্যবহার কর্মক্ষেত্রে ঝুকিমূক্ত পরিবেশ সৃষ্টি করে।