সার্ভিস বেনিফিটঃ কোম্পানির নাম এর কোন স্থায়ী কর্মী ৬০ (ষাট) দনিরে লখিতি নোটশি প্রদান করযি়া চাকুরি হইতে ইস্তফা দিলে নিন্মলিখিত নিয়ম অনুযায়ী সার্ভিস বেনিফিট পেয়ে থাকিবেঃ
কোন কর্মী বিনা নোটিশে চাকুরী হইতে ইস্তফা দিতে চাহেন সে ক্ষেত্রে, তিনি বাংলাদশে শ্রম আইন ২০০৬ এর ২৭ এর উপ-ধারা (০১) অথবা (২) এর অধীন প্রদেয় নোটিশের পরিবর্তে নোটিশ মেয়াদের জন্য মূল মজুরীর সমপরমিান র্অথ মালিককে প্রদান করিয়া ইস্তফা দিতে পারিবে।
ধারা ২৭ এর ৪ অনুযায়ী যদি কোন কর্মী চাকুরী হইতে ইস্তফা দনে সে ক্ষেত্রে মালিক উক্ত কর্মীকে ক্ষতপিূরন হসিাবে তাহার প্রত্যকে সর্ম্পূন বৎসররে চাকুরীর জন্য নিন্মলিখিত আকারে অর্থ প্রদান করা হবেঃ
(ক) এই ধারার অধীন কোন স্থায়ী কর্মী যদি অবচ্ছিন্নভাবে পাঁচ বৎসররে বা তার বশেী কন্তিু দশ বৎসররে কম চাকুরী করে থাকনে তবে উক্ত শ্রমকিকে তাহার প্রত্যকে সর্ম্পূন বৎসররে জন্য ১৪ (চৌদ্দ) দনিরে মূল মজুরীর প্রদান করা হবে।
(খ) এই ধারার অধীনে কোন কর্মী অবচ্ছিন্নভাবে ১০ বৎসররে বা তার বশেী চাকুরী করে থাকনে তবে উক্ত শ্রমকিকে তাহার প্রত্যকে সর্ম্পূন বৎসররে জন্য ৩০ (ত্রশি) দনিরে মূল মজুরীর প্রদান করা হবে।