অভিযোগ ও পরামর্শ বক্স খোলার কমিটি
অত্র কোম্পানীতে বিভিন্ন স্থানে স্থাপিত অভিযোগ ও পরামর্শ বাক্সে শ্রমিক রা যে অভিযোগ বা পরামর্শ প্রদান করেন তা সংগ্রহ করার জন্য শ্রমিক এবং মালিক উভয় পক্ষের সদস্যদের সমন¦য়ে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। যারা প্রত্যেকে প্রতিটি অভিযোগ বাক্স খোলার সময় স্ব-শরীরে উপস্থিত থাকেন।
কমিটির সদস্যবৃন্দ
ক্র নং নাম পদবী বিভাগ কমিটিতে পদবী স্বাক্ষর
১. সরদার আতিকুর রহমান প্রধান কমপ্লায়েন্স প্রশাসন সভাপতি
২. মোসাঃ সুইটি আক্তার। পিসি- সহ-সভাপতি সুইং সহ-সভাপতি
৩. মোছা ঃ রাবিয়া আক্তার। কল্যান কর্মকর্তা প্রশাসন সচীব
৪. মোঃ সাগর আহম্মেদ কিউ.আই। কোয়ালিটি সদস্য
৫. মিস. লক্ষী জুনিঃ অপারেটর। সুইং সদস্য
উপদেষ্টামন্ডলী -
০১. মো: রবিউল করিম রবি - প্রধান নির্বাহী পরিচালক