নিরাপদ কর্মস্থল শ্রমিকের মৌলিক অধিকার এবং সেই সাথে নিরাপদ পন্য সরবরাহও হচ্ছে .............................. এর উদ্দেশ্য। .............................. এর সকল শ্রমিক ও কর্মচারী নিজ নিজ নিরাপত্তার স্বার্থে এর মানসম্মত পন্য তৈরী ও সরবরাহে কোম্পানিতে ধারালো যন্ত্রপাতি বলে চিহ্নিত যেমনঃ সুই, ছুরি, কাচি, বেø¬ড, হ্যান্ডট্যাগ কাটার, স্ক্রু ড্রাইভার, ওপেনার ইত্যাদি সঠিকভাবে রক্ষনাবেক্ষনে বদ্ধপরিকর।
.............................. এর ধারালো যন্ত্রপাতি সুই, ছুরি, কাচি, বেø¬ড, হ্যান্ডট্যাগ কাটার, স্ক্রু ড্রাইভার, ওপেনার ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে নি¤œলিখিত নিয়মাবলী মেনে চলে যেমনঃ
০১. .............................. এর ধারালো যন্ত্রাংশ স্টোর রক্ষনাবেক্ষন করে এবং স্টোর হতে ফ্লোরে ব্যবহারের জন্য দেওয়া হয়।
০২. ফ্লোরে নির্ধারিত শাখা যন্ত্রাংশের নাম্বার সহ যন্ত্রাংশ গ্রহণ, প্রদান ও মজুদের হিসাব রেজিষ্টারে লিপিবদ্ধ করে রাখবেন।
০৩. শ্রমিকগণ নিজ নিজ কাজ শেষে সুপারভাইরের কাছে জমা রাখবেন। সুপারভাইজারগণ প্রত্যেকের যন্ত্রাংশ চিহ্নিত করে রাখবেন, যার যন্ত্র শুধু তাকেই ব্যবহার করতে হবে।
০৪. প্রত্যেক কাজ শুরুর পূর্বে সকলের যন্ত্রাংশ সুপারভাইজারগণ সকলকেই দিবেন এবং তা রেজিষ্টারে লিপিবদ্ধ রাখবেন।
০৫. যদি কারো যন্ত্রাংশ হারিয়ে যায় এবং না পাওয়া যায় সে ক্ষেত্রে যে স্থানে হারিয়ে গেছে সে স্থান সহ আশে পাশে ভালো করে চেক করবেন।
০৬. ধারালো যন্ত্রাংশ সমূহ (সিজার, কাটার, এন্টি কাটার, স্কেল ও পার্স ইত্যাদি) নিরাপদ স্থানে সংরক্ষন করতে হবে যাতে পড়ে গেলে কোন প্রকার দূর্ঘটনা না ঘটে।
০৭. কাজের সময় কোথাও কোন যন্ত্রাংশ ভেঙ্গে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে তা সুপারভাইজারকে জানাতে হবে। পরবর্তিতে সুপারভাইজার নতুন যন্ত্রাংশ প্রদানের ব্যবস্থা করবেন।
০৮. পুরাতন যন্ত্রাংশ জমা নেওয়ার সময় নমুনার সাথে মিলিয়ে দেখবেন এবং পরিবর্তে স্টোর নতুন যন্ত্রাংশ প্রদান করবেন।
০৯. স্টোর বিভাগ যথাযথ ভাবে ধারালো যন্ত্রাংশ রক্ষনাবেক্ষণ করবেন।
১০. পরিবেশের ভারসাম্য বজায় রেখে দেশের প্রচলিত আইন মেনে অব্যবহৃত/ভাঙ্গা ধারালো যন্ত্রাংশ অপসারণ করা হয়।
সিজার /কাটার ব্যবহারের পদ্ধতি:
প্রতিটি সিজার/কাঁচি, কাটার রেজিষ্টারে লিপিবদ্ধ করে নিতে হবে এবং টুইল টেপ দিয়ে বাঁধতে হবে।
যে সকল কর্মী /স্টাফ উক্ত সিজার /কাটার ব্যবহার করবেন তাদের নাম ID Card এ লিপিবদ্ধ করবেন।
উক্ত নাম ওউ নম্বর অনুযায়ী সিজার/কাটারের উপর লিখে পেষ্ট করে নিতে হবে।
বাধার সময় দেখতে হবে ইহা যেন ফ্লোর থেকে পর্য়াপ্ত উচ্চতায় থাকে এবং ইহা কর্মীর শরীরে আঘাত না করতে পারে।
ধারালো যন্ত্রপাতে কঠোর নিয়ন্ত্রনের মাধ্যমে ইস্যু করতে হবে এবং সেজন্য রেকর্ড সংরক্ষন করতে হবে।
সুপারভাইজার/লাইন চীফ / কন্ট্রোলার / কিউ সি তাদের অধিনস্ত জনশক্তিকে দেয়ার টাইম/নেয়ার টাইম উল্লেখ্য করে ব্যবহারকারী / প্রদানকারী রেজিষ্টারে /রিপোর্টে স্বাক্ষর করবেন।
উক্ত সিজার / কাটার দৈনিক রেজিষ্টার/রিপোর্ট নিয়মিত মেইনটেইন করতে হবে এবং সুপারভাইজার /লাইন চীফ/ কিউসির কাছে জমা দেয়ার পর নিরাপদভাবে নির্ধারিত বাক্সে সংরক্ষণ করবেন।
যদি কোন ধারালো যন্ত্রপাতি হারিয়ে যায় তবে ঐ এলাকা ভালভাবে চেক করতে হবে। হারানো ধারালো যন্ত্রপাতির রেকর্ড সংরক্ষন করতে হবে।