স্মারক নং-______/এইচ.আর.ডি/০৮/২০__ইং তারিখঃ ___/__/___ইং
এতদ্বারা _____________________________-এর সকল শ্রমিগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী _____________ইং, রোজঃ _______________ সকাল __________ টা থেকে _________ ঘটিকা পর্যন্ত প্রতিষ্ঠানের বিভিন্ন সেকশনের শ্রমিকদের নিয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং (সংশধিত শ্রম আইন ২০১৩ এবং সংশধিত শ্রম আইন ২০১৮) এর নিমোক্ত বিষয়সমুহের আলোকে এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
উক্ত প্রশিক্ষণে উল্লেখিত বিভাগ/সেকশনের সকল শ্রমিকদেরকে অংশ গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
তারিখঃ _________________ইং
প্রশিক্ষণের বিষয় ঃ শিশু শ্রম ও তার পরিহার বিষয়ক সচেতনতামূক প্রশিক্ষন।
ভেন্যু/স্থান ঃ প্রশিক্ষণ কক্ষ
প্রশিক্ষণের সময়ঃ সকাল ____ঘটিকা
প্রশিক্ষকঃ _____________(এ্যাডমিন, এইচ আর এন্ড কমপ্লায়েন্স)।
পরিদর্শকঃ _____________________(এ্যাডমিন, এইচ আর এন্ড কমপ্লায়েন্স)।
প্রশিক্ষণ কর্মশালায় আলোচ্য বিষয়সমূহঃ
১. ভ‚মিকা, ২. শিশুর সংজ্ঞা, ৩. উদ্দেশ্য ও লক্ষ্য, ৪. পরিধি, ৫. অঙ্গীকার, ৬. শিশু শ্রম পরিহার, ৭. অর্গানাইজেশন চার্ট ও বাস্তবায়নকারী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, ৮. ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য, ৯. নীতিমালা বাস্তবায়ন করার রুটিন ও কর্মপদ্ধতি, ১০. যোগাযোগ পদ্ধতি, ১১. ফিডব্যাক এবং কন্ট্রোল, ১২. করোনা ভাইরাস কি? ১৩. উপসংহার।
অতএব, উল্লেখিত সেকশন/ বিভাগের সকল কর্মকর্তাগণের নির্ধারিত সময়ে প্রশিক্ষণ কক্ষে উপস্থিত থাকার জন্য পরামর্শ দেওয়া হইল।
ধন্যবাদান্তে,
_______________________ এর পক্ষে-
সহকারী মহাব্যবস্থাপক
(এ্যাডমিন,এইচ আর এন্ড কমপ্লায়েন্স)
অনুলিপিঃ
০১) সংশ্লিষ্ট সকল বিভাগীয় প্রধান;
০২) অফিস ফাইল;
০৩) নোটিশ বোর্ড
শিশু শ্রম ও তার পরিহার বিষয়ক সচেতনতামূক প্রশিক্ষনের উপর আলোচনা
এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন
শিশু শ্রম ও তার পরিহার বিষয়ক সচেতনতামূক প্রশিক্ষনের স্থিরচিত্রঃ
চিত্রঃ ০১ চিত্রঃ ০২ ( সংযুক্ত করতে হবে)
শিশু শ্রম ও তার পরিহার বিষয়ক সচেতনতামূক প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের নামের তালিকাঃ
সহ: মহাব্যবস্থাপক
(প্রশিক্ষক) (এ্যাডমিন এন্ড এইচ আর)