................................................ শ্রমিক/ কর্মচারী সনাক্তকরণ করার একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণ করে থাকে।
প্রত্যেক শ্রমিক কোম্পানী কর্তৃক আইডি কার্র্ড প্রদর্শন এবং বয়োমেট্রিক ফিঙ্গার পাঞ্চ করে কর্মস্থলে প্রবেশ করে।
প্যাকিং রুমে প্রবেশ করার পূর্বে বায়োমেট্রিক ফিঙ্গার পাঞ্চ নিশ্চিত করে প্রবেশ করতে হয়।
কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন জিনিস নিয়ে কারখানায় প্রবেশ করানো হয় না।
শ্রমিকদের ব্যক্তিগত জিনিস পত্র কর্মস্থলে আনা যাবে না। যদি কেউ এ জাতীয় জিনিসপত্র কারখানায় আনে তাহা হইলে অবিলম্বে কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
কারখানার কোন অননুমোদিত প্রবেশাধিকার স্থানে কেউ প্রবেশ করলে যেমন: প্যাকিং, আইটি, লোডিং আনলোডিং ও স্টোর তৎক্ষনাত কোম্পানীর সিকিউরিটি ম্যানেজার ডিজিএম-এইচ.আর, এডমিন ও কমপ্লায়েন্স কে অবগত করবে এবং পাশাপাশি নিকটস্থ পুলিশ স্টেশনকে অবগত করতে হবে।
ব্যক্তিগত প্রয়োজনে বাহিরে যাওয়ার সময় লিখিত অনুমতি (গেইট পাস নেওয়া) নিয়ে তারপর বাহিরে যাওয়া যায়।
কোম্পানী প্রদত্ত আইডি কার্ড গেটে প্রবেশের পূর্ব মুহুর্ত হইতে শেষ পর্যন্ত প্রদর্শিত অবস্থায় রাখা হয়।
চাকুরীচ্যুত বা বরখাস্থকৃত কোন শ্রমিক যেন ভিতরে প্রবেশ করিতে না পারে তার জন্য কড়া নজর রাখা হয়।
চাকুরীচ্যুত বা বরখাস্থকৃত শ্রমিকদের নামের তালিকা নিরাপত্তা রক্ষীকে এইচ.আর সেকশন থেকে জানিয়ে দেয়া হয়।
সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ না করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অনুমতি ছাড়া এক কর্মস্থল হইতে অন্য কর্মস্থলে যাতে কেই প্রবেশ করিতে না পারে তার জন্য নিরাপত্তা কর্মী সর্বক্ষণ সচেতন থাকে ।
প্রয়োজনে সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে হলে এবং সংরক্ষিত রেজিষ্টারে নাম, সেকান, আইডি কোড, কারন ইত্যাদি লিপিবদ্ধ করে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করে।